নিজের আপন বলে সাংবাদিকতায় কিছু নেই: রাফি

MSTV MSTV

BD

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার তরুণ প্রজন্মের আইডল সাংবাদিক আবু হাসনাত মোঃ রাফি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন,’সাংবাদিকতা এমন একটি পেশা, যেখানে আবেগ-অনুভূতির কোন স্থান নেই। শত দু:খ, কষ্ট, মৃত্যু, হত্যা, অসহায়ত্ব, কান্নাকাটি সামনে দেখেও সংবাদের জন্য কাজ করতে হয়। কেউ লাশ নিয়ে কান্নাকাটি করছে, কেউ কাটা পা নিয়ে ছটফট করছে, কেউ মর্গে প্রিয়জনের লাশ জড়িয়ে বুক ফাটা কান্না করছে, শিশুর কা্ন্না, ধর্ষণ বা যৌন নিপিড়ীতের আর্তনাদ,কেউ অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে, সড়কে বা সড়কের পাশে মরদেহ পড়ে আছে, পচা-গলা লাশ ফুলে ফেপে দুর্গন্ধ ছড়াচ্ছে-এমন পরিস্থিতিতে নিজেকে সামলে নিয়ে কাজ করতে হয়।

শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় ওই পোস্টে তিনি আরও লেখেন,বেশির ভাগ সময় দেখা যায়, একজন তার আপনজনের মৃত্যুর জন্যে কান্নায় ভেঙে পড়ছেন। তখন গিয়ে সাংবাদিকদের তথ্যের জন্যে চেষ্টা করতে হয়। নিজেও বিব্রত অবস্থায় পড়তে হয়।

এমন কি নিজের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধরের মৃত্যু বা অনিয়ম-দুর্নীতি নিয়েও সংবাদ তৈরি করতে হয়। নিজের আপন বলে সাংবাদিকতায় কিছু নেই। এক সাথে চলাফেরা করছেন, বন্ধু বা কাছের মানুষ হিসেবে আড্ডা দিচ্ছেন। কিন্তু এদিনই তার নেগেটিভ বিষয় নিয়ে সংবাদ করতে হয়েছে। এসব কারণে অনেকের সাথে সম্পর্কও নষ্ট হয়ে যায়।

এ কথা গুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলা। এমন আবেগ অনুভূতি ও সম্পর্ক জলাঞ্জলি দিতে হয়েছে শুধু নিউজের কারণে।
সুতরাং সাংবাদিকের আপন বলতে শুধু সংবাদ।