কোম্পানীগঞ্জে বেকার বলায় খেপে গিয়ে শ্বশুরের ঘরে আগুন, জামাই গ্রেফতার

MSTV MSTV

BD

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামাইকে বেকার বলায় খেপে গিয়ে শ্বশুরের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক জামাইয়ের বিরুদ্ধে। এতে শ্বশুরের বসতঘরসহ পাশের গোয়ালঘরে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে।

এ ঘটনায় রোববার (৫ মার্চ) সন্ধ্যায় আলী আক্তার বেচু মিয়া (৩৪) নামে ওই জামাইকে বেগমগঞ্জের দুর্গাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এর পূর্বে ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবী মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রেফতার আলী আক্তার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মো. দুলালের ছেলে। তার বিরুদ্ধে শ্বশুর মো. নুরনবী বাদী হয়ে মামলা করেছেন।

ভুক্তভোগী মো. নুরনবী বলেন, ২২ দিন ধরে আমার বড় মেয়ে নাজমুন নাহারের স্বামী আলী আক্তার বেচু মিয়া বেকার অবস্থায় আমার বাড়িতে থাকে। এতে আমি সংসার চালাতে হিমশিম খাই। পরে তাকে বেকার বলে সামান্য বাকাঝকা করে কাজ করার তাগিদ দিলে খেপে গিয়ে আমার বাড়ি ছেড়ে চলে যায়। রোববার ভোরে আমি মুরগির খামারে কাজে গেলে সে এসে আমার বসতঘরে আগুন লাগিয়ে দেয়।

স্থানীয়রা জানান, আগুনে দরিদ্র কৃষক নুরনবীর বসতঘরসহ পাশের গোয়ালঘরে থাকা তিনটি গরুও পুড়ে মারা যায়। এ ঘটনায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাদেকুর রহমান আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শ্বশুর নুরনবীর করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।