সিরাজুল হকের কনিষ্ঠ পুত্র আরিফুল হক রনির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ MSTV MSTV BD প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার সাবেক সফল সংসদ সদস্য, উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী,মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত মরহুম সিরাজুল হক বাচ্চু মিয়া’র কনিষ্ঠ পুত্র ও বর্তমান আইনমন্ত্রী আনিসুল হকের একমাত্র স্নেহের ছোট ভাই মরহুম আরিফুল হক রনির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার কসবা ও আখাউড়ার স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ জুম্মা নামাজের পর প্রতিটি এলাকায় মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে। এছাড়াও বাদ আসর রাজধানীর মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ (ডিওএইচএস পরিষদের বিপরীতে) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আরিফুল হক রনি ২০১৭ সালে ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাস শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। SHARES বিশেষ সংবাদ বিষয়: আরিফুল হক রনিমৃত্যুবার্ষিকীসিরাজুল হক