সারা দেশের ন্যায় কসবায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

MSTV MSTV

BD

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৩

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।

রোববার (২৬শে মার্চ) ভোরে স্থানীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন ও কসবা উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

তার সকাল ৮টায় কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভুইয়া, কসবা উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খান, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম,

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসবা পৌর মেয়র এম জি হাক্কানী, উপজেলা সহকারী কমিশনার (‚ভুমি) সঞ্জীব সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ,কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর মো. শহীদুল্লাহ, পৌর কাউন্সিলর রঙ্গু মিয়া, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম,কৃষি অফিসার হাজেরা বেগম, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ছাত্র-শিক্ষক-অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খানের এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এর সদস্যদের সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভুইয়া জীবন।