কসবায় ফের ১০০ কেজি গাঁজা আটক ৪ MSTV MSTV BD প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এবার নৌকা বোঝাই গাঁজাসহ ৪ জনকে আটক করেছে কসবা থানা পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ বাজার এলাকার তিতাস নদী ঘাটে একটি ইঞ্জিন চালিত নৌকা তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ এ চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- আখাউড়া উত্তর ইউনিয়নের আহমেদাবাদ গ্রামের মৃত নীলমোহন চন্দ্র দাসের ছেলে জহর লাল চন্দ্র দাশ (৫৬), বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর পশ্চিম পাড়ার মৃত আবদুল আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), একই ইউনিয়নের উথারিয়াপাড়ার শাহজাহানের ছেলে মো. তুষার(১৮) এবং কাশীনগর পশ্চিম পাড়ার মৃত মতি মিয়ার ছেলে মো. শহীদ (৫০)। এই বিষয়টি কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএস টিভিকে জানান, নদী পথে গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকা তল্লাশি করে ১০০ কেজি গাঁজা পাওয়া যায়। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। SHARES দেশজুড়ে বিষয়: ওসি মহিউদ্দিনকসবামাদক উদ্ধার