Breaking News :

" target="_blank">

কসবা প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খানের উপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে কসবা স্বাধীনতা চত্বরে কসবা প্রেসক্লাবের আয়োজনে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপনের সঞ্চালনায় ও সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খান, পৌর প্যানেল মেয়র আবু জাহের, কসবা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও সাংগঠন সম্পাদক লোকমান হোসেন পলা প্রমুখ।

এ সময় বক্তারা কসবা প্রেসক্লাবের সভাপতি সুলেমান খানের উপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান সংশ্লিষ্টদের কাছে। উক্ত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।