১২ বছরে সিমরান ফার্নিচার গ্যালারী, মাসজুড়ে ১০% ছাড়ে আসবাবপত্র বিক্রি শুরু
ব্রাহ্মণপাড়ায় তাহেরির গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী গঙ্গানগর গ্রামে ওয়াজ মাহফিল চলাকালে পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরির ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (২১ জানুয়ারি) রাতে ইসলামিক বক্তা তাহেরির ব্যক্তিগত গাড়ি চালক সোহেল খাঁন বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় ১৫ জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।
পূর্বের ভিডিও
এর পূর্বে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী গঙ্গানগর গ্রামে ওয়াজ মাহফিল চলাকালে পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরির ব্যক্তিগত গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এরপর ওই রাতেই ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে এই তথ্যটি নিশ্চিত করেছেন ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আতিকুল্লাহ এমএস টিভিকে বলেন, তাহেরি সাহেবের গাড়ির চালক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।