Breaking News :

" target="_blank">

কসবায় ফের ৫০ কেজি গাঁজাসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফের ৫০ কেজি গাঁজাসহ ১ মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

 

সোমবার (৪ মার্চ ) সকালে উপজেলার কুটি ইউনিয়নের কালামুরিয়া ব্রিজ সংলগ্ন উত্তর পাশের ‌ঝোপের মধ্যে লুকানো অবস্থায় ৫০ কেজি গাঁজাসহ ওই মাদক চোরাকারবারীকে আটক করা হয়।

 

আটককৃত ওই মাদক চোরাকারবারী হলেন,কুটি ইউনিয়নের কালামুরিয়া গ্রামের মোঃ শহীদ মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২)।

 

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহমেদ জানান, আটককৃত ওই মাদক চোরাকারবারীর বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।