Breaking News :

" target="_blank">

কসবায় তরুণদের পছন্দের শীর্ষে দা লোক‌ শপ, ক্রেতাদের ভিড়

বর্তমান সময়ের ভাইরাল ও উন্নত নামিদামি ব্র্যান্ডের পোশাকের জন্য ইতিমধ্যেই তরুণ সমাজের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কসবা জনতার শপিং টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ‘দা লোক’ নামের শপটি।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে দা লোক শপে গিয়ে দেখা যায়, ক্রেতাদের উপচে পড়া ভিড় উক্ত শপে।
এ সময় জানা যায়, শুধুমাত্র পুরুষদের জন্য সাজানো এই ফ্যাশন হাউজে রয়েছে দেশের নামিদামি ও আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাকের দারুণ সংগ্রহ। আধুনিক ডিজাইন, মানসম্মত কাপড় ও সুলভ মূল্যের কারণে কসবা এবং আশপাশের এলাকার ক্রেতাদের মধ্যে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে শপটি।