১২ বছরে সিমরান ফার্নিচার গ্যালারী, মাসজুড়ে ১০% ছাড়ে আসবাবপত্র বিক্রি শুরু
মিরপুরে পোশাককারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ১৬ জনের মৃত্যু
রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে একটি পোশাককারখানা ও পাশে থাকা কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
নিহতদের মরদেহ পোশাককারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। নিচতলায় আগুনের তীব্রতা এবং ছাদে ওঠার দরজার তালার কারণে অনেক কর্মী ভবন থেকে বের হতে পারেননি। ফলে তারা দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে দগ্ধ হয়ে মারা যান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, “মরদেহগুলো ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থার কারণে তাদের চেহারা দেখে শনাক্ত করা সম্ভব নয়; এজন্য ডিএনএ পরীক্ষা ছাড়া পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে না।
তিনি আরও জানান, আগুনের সময় যে বিস্ফোরণ ঘটেছিল, তাতে সাদা ধোঁয়া ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল। এ কারণে অনেকেই হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে এবং পরবর্তীতে মারা যান। তবে দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কেউ আহত হননি। একজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন।