Breaking News :

" target="_blank">

হাজারো দর্শকের উপস্থিতিতে কসবায় রোমাঞ্চকর ফুটবল ফাইনাল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রায় দুই মাস পর উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া ডবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলাটি।

উক্ত খেলায় অংশ নেয় সিটিএল স্পোর্টস ক্লাব, কসবা বনাম মনিয়ন্দ ইয়াসিন/ইসহাক সরকার ফুটবল ক্লাব, আখাউড়া।

খেলার প্রথমার্ধে দুই দলই গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলার দৃশ্যপট।
সিটিএল স্পোর্টস ক্লাব, কসবার এক দুর্দান্ত গোলে পিছিয়ে পড়ে মনিয়ন্দ ইয়াসিন/ইসহাক সরকার ফুটবল ক্লাব, আখাউড়া। তবে কিছুক্ষণ পর পেনাল্টি কিকে গোল পেয়ে সমতায় ফিরে আসে মনিয়ন্দ ইয়াসিন/ইসহাক সরকার ফুটবল ক্লাব।

শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে এক গোলের ব্যবধানে সিটিএল স্পোর্টস ক্লাব, কসবা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।

ঐতিহ্যবাহী তেতৈয়া–ফুলতলী গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শাহিদুল খাঁ। খেলা পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ওসমান হারুনুর রশিদ শাহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া।
এছাড়াও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।