১২ বছরে সিমরান ফার্নিচার গ্যালারী, মাসজুড়ে ১০% ছাড়ে আসবাবপত্র বিক্রি শুরু
কসবা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের আন্দোলন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রতিষ্ঠানটির প্রায় সব শিক্ষার্থী।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ওই শিক্ষকের বদলির আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানটির গণিত বিভাগের শিক্ষক শাহিনুল ইসলাম একজন দক্ষ ও আন্তরিক শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পাঠদান করে আসছেন। এমন একজন ভালো শিক্ষককে হঠাৎ বদলির আদেশ দেওয়া মানে শিক্ষার্থীদের শিক্ষার আলো নিভিয়ে দেওয়ার সামিল। তাই তারা দ্রুত শাহিনুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের জোর দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা আরও বলেন, তাদের দাবি দ্রুত না মানা হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
এ বিষয়ে জানতে চাইলে কসবা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল মজিদ বলেন,“শিক্ষার্থীদের এমন বিক্ষোভের পর আমি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। দেখা যাক, তারা কী ব্যবস্থা নেন। পাশাপাশি আমি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছি।”
তিনি আরও জানান, “প্রতিষ্ঠানটিতে এমনিতেই শিক্ষকের ঘাটতি রয়েছে। গণিত বিভাগে শাহিনুল ইসলামের পাশাপাশি আরেকজন শিক্ষক আছেন। তবে শাহিনুল ইসলাম চলে গেলে গণিত বিভাগে শিক্ষক সংকট দেখা দিতে পারে।”
অন্যদিকে শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও বিক্ষোভ দেখে আবেগাপ্লুত শিক্ষক শাহিনুল ইসলাম বলেন,
“শিক্ষার্থীদের এমন ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি সবসময় তাদের পাশে ছিলাম এবং থাকব, যেখানেই থাকি না কেন।”