Breaking News :

" target="_blank">

কিডনি বিকল হয়ে মৃত্যুপথযাত্রী মধু মিয়া, অর্থাভাবে হাসপাতালে ভর্তি হতে পারছেন না

নিজস্ব প্রতিবেদক, কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের হতদরিদ্র যুবক মধু মিয়া (৩৮) এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। কয়েক মাস আগে তার দুটি কিডনি একযোগে বিকল হয়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন—যত দ্রুত সম্ভব কিডনি প্রতিস্থাপন (Kidney Transplant) না করা গেলে তার জীবনের আশার আলো নিভে যাবে।

 

কিন্তু অর্থাভাবে তিনি এখনো কোনো হাসপাতালে ভর্তি হতে পারেননি। গ্রামের বাড়িতেই কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। অসহনীয় ব্যথা, দুর্বলতা ও শারীরিক জটিলতার মধ্যেও টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই পরিশ্রমী মানুষটি।

 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মধু মিয়া। তার অসুস্থতার পর থেকে পরিবারটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। চিকিৎসার ব্যয় মেটাতে তারা ইতিমধ্যে ঘরের শেষ সম্বলটুকু বিক্রি করেছেন। কিন্তু চিকিৎসার খরচ—যা প্রায় ১৫ লাখ টাকার মতো—তা সংগ্রহ করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব।

 

স্থানীয়রা জানিয়েছেন, “মধু খুব পরিশ্রমী মানুষ ছিলেন। আজ তিনি মৃত্যুর মুখে, অথচ অর্থের অভাবে চিকিৎসা পাচ্ছেন না—এটা আমাদের সবার লজ্জা।”

 

গ্রামবাসী, এলাকাবাসী ও স্বজনরা সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

তাদের প্রত্যাশা—“যদি সবাই একটু করে সহযোগিতার হাত বাড়ায়, তাহলে হয়তো মধু মিয়া নতুন করে বাঁচতে পারবেন।”

 

যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা

মধু মিয়া, গ্রাম: কামালপুর, ইউনিয়ন: কাইমপুর,উপজেলা: কসবা,জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

মোবাইল নাম্বার: 01824419917 (বিকাশ পার্সোনাল)