Breaking News :

" target="_blank">

মানুষকে ভোট কেন্দ্রে নেয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে: আখাউড়ায় অধ্যক্ষ সেলিম ভূইয়া

মোশারফ হোসেন কবির, আখাউড়া প্রতিনিধি:
“বিগত ১৭ বছর মানুষ ভোটকেন্দ্রে যেতে পারেনি, এবার মানুষকে ভোট কেন্দ্রে নিতে হবে বিএনপিকেই”— এমন মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রেলওয়ে স্টেশন সড়কে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন,“মানুষের কাছে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।”

 

তিনি আরও বলেন, “দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”

 

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া আসনের মনোনয়ন প্রত্যাশী কবীর আহমেদ ভূইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোস্তাক মিয়া। তিনি বলেন,“তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটেছে। দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, এবার তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগের জন্য।”

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন —জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন,
জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ইসমত আরা,
আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন প্রমুখ।

সমাবেশের সঞ্চালনা করেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদে আলম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তার খান।

এদিকে, সমাবেশকে ঘিরে দুপুরের পর থেকেই উপজেলা ও পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে সমবেত হন।