ইতিহাস গড়ল ভারত! প্রথমবারের মতো নারী ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন
স্পোর্টস ডেস্ক: নারী ক্রিকেটে ইতিহাস রচনা করল ভারত! মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৫ সালের নারী বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল ভারতীয় নারী দল।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৯৮ রান। ওপেনার শেফালি ভার্মা খেলেন ৮৭ রানের ঝলমলে ইনিংস, সঙ্গে দিপ্তি শর্মা যোগ করেন মূল্যবান ৫৮ রান। ক্যাপ্টেন হারমনপ্রীত কৌরও খেলেন দলীয় প্রয়োজনে কার্যকর ৪৫ রানের ইনিংস।
জবাবে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হলেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ধীরে ধীরে চাপে পড়ে যায় প্রোটিয়া শিবির। ওপেনার লরা উলভার্ড একাই লড়াই চালালেও তার সেঞ্চুরিও জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২৪৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
বল হাতে দীপ্তি শর্মা ও রেণুকা সিং নেন ২টি করে উইকেট। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শেফালি ভার্মা।
এই জয়ের মধ্য দিয়ে ভারতীয় নারী ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল। মাঠে উপস্থিত হাজারো দর্শক ও কোটি সমর্থকের চোখে আনন্দাশ্রু, গর্ব আর উল্লাস—সবই যেন একাকার হয়ে গেল ঐতিহাসিক মুহূর্তে।
ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর ম্যাচ শেষে বলেন, “এটা শুধু একটা ট্রফি নয়, আমাদের মেয়েদের বছরের পর বছরের পরিশ্রমের ফল। আমরা আজ প্রমাণ করেছি, মেয়েরাও পারে দেশের নাম উজ্জ্বল করতে।”
বিশ্বকাপ জয়ের এই সাফল্যে নারী ক্রিকেটে ভারতের নতুন যুগের সূচনা হলো—যা হয়তো আগামী প্রজন্মের মেয়েদের জন্য এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবে।
