খুলনায় সংঘর্ষে নিহত ১ পুলিশ, আহত ২৫ পুলিশ সদস্য
খুলনায় ছাত্র-জনতার গণমিছিল চলাকালে সংঘর্ষে মো সুমন নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে বলে জানা গেছে । আহত হয়েছেন আরও ২৫ পুলিশ সদস্য।
শুক্রবার (২ আগস্ট) রাতে খুলনার পুলিশ কমিশনার মোজাম্মেল হক পুলিশ নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছানোর পর পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এসময় নগরীর গল্লামারী থেকে জিরো পয়েন্ট পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পরিণত...
1 Years Ago
12 Views
শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা
এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন কোটাবিরোধী শিক্ষার্থীরা।
এর আগে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করেন শিক্ষার্থীরা৷ দুই ঘণ্টার বেশি সময় ধরে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন তারা। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।
বিকেল ৫টার দিকে আবারও সায়েন্সল্যাব মোড়ের দিকে চলে যান শিক্ষার্থীরা।...
1 Years Ago
13 Views
রাজধানীর সায়েন্সল্যাব ছেড়ে শাহবাগের দিকে গণমিছিল নিয়ে শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ শেষ করে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের।
শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪ টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে শাহবাগ মোড়ের দিকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ‘ আমার ভাই কবরে, পুলিশ কেন বাহিরে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।...