ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি খেয়ে পাঁচজন অসুস্থ: রংধনু বেকারিকে জরিমানা ও সিলগালা
এমএস টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনায় রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটকে ৪০ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে সিলগালা করেছে প্রশাসন।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বিক সহযোগিতা করেন।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানে দেখা যায়, বেকারিটিতে অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে। খাদ্যদ্রব্যগুলো খোলা ও অরক্ষিত অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া মিষ্টির শিরায় মৃত তেলাপোকা পাওয়া যায়। কর্মীদেরও কোনো...
12 Hours Ago
110 Views
বিজয়নগরে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের গুলিতে আইয়ুব নূর (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ওই ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের ১০ সদস্য আহত হয়েছে বলেও জানা গেছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আইয়ুব নূর ওই এলাকার মন্তু মিয়ার ছেলে ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, আদমপুর গ্রামের আইয়ুব নূরের পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায়ী। এদের মধ্যে আইয়ুব নূরের নামে পাঁচটি, তার দুই ছেলে আরিফ নূরের নামে পাঁচটি, তোফাজ্জলের নামে ১০টি মাদক ও পুলিশের ওপর হামলা...