কসবা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের আন্দোলন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রতিষ্ঠানটির প্রায় সব শিক্ষার্থী।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ওই শিক্ষকের বদলির আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানটির গণিত বিভাগের শিক্ষক শাহিনুল ইসলাম একজন দক্ষ ও আন্তরিক শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পাঠদান করে আসছেন। এমন একজন ভালো শিক্ষককে হঠাৎ বদলির আদেশ দেওয়া মানে শিক্ষার্থীদের শিক্ষার আলো নিভিয়ে দেওয়ার সামিল। তাই তারা দ্রুত শাহিনুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের জোর দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা আরও বলেন, তাদের দাবি দ্রুত না মানা হলে তারা আরও...