কসবা নিজের অপকর্ম ঢাকতে যুবলীগ নেতার আশকারায় সংবাদকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিজেদের অপকর্ম ঢাকতে এক যুবলীগ নেতার আশকারায় সংবাদকর্মী মোঃ সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে আদালতে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে একটি সঙ্ঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার মাইজখার বাগুর গ্ৰামের মনিরুল ইসলাম তার স্ত্রী পারভিন বেগম ও তার ছেলে আমজাদুল ইসলাম দীর্ঘদিন যাবত উপজেলা বিভিন্ন এলাকার মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিলেন।
এরমধ্যে গেল বছরের আগস্টের দিকে কোল্লাপাথর গ্রামের কামাল মিয়া স্ত্রী ফাতেমা আক্তার শিখা নামক এক নারী নাকি মাইজখার বাগুর গ্ৰামের মনিরুল ইসলামের ছেলে আমজাদুল ইসলামের নিকট থেকে দুটি সিএনজি ক্রয়ের কথা বলে ৮ লাখ টাকা ধার নিয়েছে,যা এখন ওই নারী পরিশোধ করছে না,এমন...