ইতিহাস গড়ল ভারত! প্রথমবারের মতো নারী ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন
স্পোর্টস ডেস্ক: নারী ক্রিকেটে ইতিহাস রচনা করল ভারত! মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৫ সালের নারী বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল ভারতীয় নারী দল।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৯৮ রান। ওপেনার শেফালি ভার্মা খেলেন ৮৭ রানের ঝলমলে ইনিংস, সঙ্গে দিপ্তি শর্মা যোগ করেন মূল্যবান ৫৮ রান। ক্যাপ্টেন হারমনপ্রীত কৌরও খেলেন দলীয় প্রয়োজনে কার্যকর ৪৫ রানের ইনিংস।
জবাবে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হলেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ধীরে ধীরে চাপে পড়ে যায় প্রোটিয়া শিবির। ওপেনার লরা উলভার্ড একাই লড়াই চালালেও তার সেঞ্চুরিও জয়ের জন্য যথেষ্ট...