একই মঞ্চে কাইমপুর ইউনিয়নের সকল প্রার্থী

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে,একই মঞ্চে উপস্থিত করা হয় আসন্ন ৯নং কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মইনপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় কসবা থানা পুলিশের উপ পরিদর্শক ইমরান হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ নাহিদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর ভূঁঞা (পিপিএম-সেবা),কাইমপুর ও বায়েক ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম।

প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, দুই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী,ইয়াকুব আলী ভূঁইয়া (চেয়ারম্যান) ও ইকতিয়ার আলম রনি,৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য (পুরুষ) ৩৪জন, সংরক্ষিত (নারী) ১৩ জন। ৯নং ওয়ার্ডের ১জন সাধারণ সদস্য প্রার্থী অনুপস্থিত ছিলেন।

আসন্ন ৯ং কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন, পরস্পর প্রার্থীদের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখবেন,৩১ জানুয়ারি জনগণ ভোটের মাধ্যমে যে রায় দিবেন তা মাথা পেতে নিবেন বলে সবাই ওয়াদাবদ্ধ হয়।

এদিকে আসছে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কাইমপুর ইউনিয়ন পরিষদ সহ কসবা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন, এরমধ্যে কাইমপুর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৫০১৫ জন।