কসবায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন ও ধরার অভিযোগ

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও বেড়জাল দিয়ে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গেল বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

ভুক্তভোগী রিনা আক্তার জানান, তার স্বামী ইকবাল হোসেন দীর্ঘদিন যাবত এই পুকুরটি ইজারা নিয়ে চাষবাস করে আসতেছে, এ পুকুরের আয়ের উৎস দিয়েই তার পরিবারের আর্থিক চাহিদা পূরণ করতেন, গেল শনিবার (১৯ ফব্রুয়ারি) রাতে লক্ষীপুর গ্রামের শিশুন মিয়ার নেতৃত্ত্বে একদল দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে তার পুকুরে বিষ প্রয়োগ করে বেড়জাল দিয়ে মাছ ধরে নিয়ে যান, এ সময় পুকুরপাড়ে মানুষের কথাবার্তা ও উপস্থিতি টের পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে টচ লাইট জ্বালিয়ে ঐ গ্ৰামের শিশুন মিয়া, সোহেল মিয়া ও বুরহান মিয়াসহ বেশ কয়েকজন লোকজনকে চিনতে পারেন, এ সময় তারা রিনা আক্তারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও জানান তিনি, তার পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন ভুক্তভোগী রিনা আক্তার।

এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ, মোহাম্মদ আলমগীর ভূইয়া পিপিএম-সেবা বলেন, বিষ প্রয়োগে মাছ নিধন ও ধরে নেয়ার বিষয়ে রিনা আক্তার নামের এক মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।