আমি সেই দিন হব শান্ত: সিরাজুল হক স্কুল এন্ড কলেজে আইনমন্ত্রী

প্রকাশিত: ৪:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

আমি সেই দিন হব শান্ত,যেদিন একজন বলবে, সিরাজুল হক স্কুল এন্ড কলেজ এমন একটি প্রতিষ্ঠান,সেখান থেকে খুব ভালো ছাত্র ছাত্রীর পয়দা হয়,বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিজ গ্রাম পানিয়ারুপে মন্ত্রীর পিতার নামে প্রতিষ্ঠিত সিরাজুল হক স্কুল এন্ড কলেজে উপস্থিত হয়ে এক বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

পানিয়ারুপ গ্রামে সিরাজুল হক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মন্ত্রী আরও বলেন, আমি এমন একটা স্কুল বা কলেজ প্রতিষ্ঠা করতে চাইনা যেখানে নাম সর্বস্ব থাকবে আর কিছু থাকবে না, আমি সেটা চাইনা, আমি চাই এখানে যেই স্কুল এন্ড কলেজটি হচ্ছে এটার যে স্ট্যান্ডার হবে, সেটা বাংলাদেশের কোন ভালো স্কুল এন্ড কলেজের স্ট্যান্ডারের চেয়ে কম না। আমি সেই দিন হব শান্ত,যেদিন একজন বলবে, সিরাজুল হক স্কুল এন্ড কলেজ এমন একটি প্রতিষ্ঠান,সেখান থেকে খুব ভালো ছাত্র ছাত্রীর পয়দা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম,কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী প্রমুখ।