কুমিল্লার বুড়িচংয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২২

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর চৌমুনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে সাব্বির হোসেন শুভ (২১) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেন,এ সময় তার নিকট থেকে ৯২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত সাব্বির হোসেন শুভ হলেন বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের আলম মিয়ার ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।