কসবায় ৮০০ পিস ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ী

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শাকিল মিয়া (২২) নামক এক মাদক ব্যবসায়ীকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী শাকিল মিয়া হলেন, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামের শহীদ মিয়ার পুত্র।

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঁঞা (পিপিএম-সেবা) বলেন, মাদক নির্মূলে কসবা থানা পুলিশ বদ্ধপরিকর, আটককৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়েছে, তাকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।