কসবায় ফের ৩৪ কেজি গাঁজাসহ আটক এক

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফের ৩৪কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী বেলতলী এলাকার মাসুম মিয়ার বাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

আটককৃত ওই মাদক ব্যবসায়ী হলেন, উপজেলা বায়েক ইউনিয়নের বেলতনী গ্ৰামের মৃত সামাদ মিয়ার ছেলে মাসুম মিয়া(৪৫)।

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএসটিভিকে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের নির্দেশে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল কামরুল ইসলামের দিক নির্দেশনায় কসবা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম মিয়াকে আটক করতে সক্ষম হয়, এ মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে ও জানান ওসি।