আখাউড়ায় বাড়ি বাড়ি গিয়ে ইফাতর সামগ্রী পৌঁছে দিলেন এক স্বেচ্ছাসেবী সংগঠন

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বনগজ একতা সমাজ কল্যাণ সংগঠন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে,বনগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু জাফরের উপস্থিতিতে সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র‌ প্রায় ৭০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন,পরে বেলা বাড়ার সাথে সাথে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।  ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, তেল,খেজুর,ডাল,ছানা বুট, টেং, মুড়ি এবং আলো।

এ সময় উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা মনিরুল হক মানিক,ইকবাল হোসেন,বাহার ভুইয়া,সভাপতি খায়রুল ইসলাম,জসিম সরকার,সাধারণ সম্পাদক হানিফ বাদশা,যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন সরকার,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খন্দকার প্রমুখ। এছাড়াও সংগঠনটি প্রবাসী সদস্যদের সহায়তায় ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানা গেছে।