কসবায় ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৯ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া টু অনন্তপুর পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর মিয়া নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় বলে।

আটককৃত জাহাঙ্গীর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বড় ঠুটা গ্রামের মৃত আবুল হোসেন ওরফে লেসন মিয়ার ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানা অফিসার ইনচার্জ আলমগীর ভূঁঞা পিপিএম-সেবা বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কসবা থানায় মাদক দমন নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে,ঐ মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।