প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেলো কলেজছাত্রীর

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২২

শেরপুরের নকলায় প্রেমিকের ছুরিকাঘাতে সোহাগী আক্তার (২২) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার বাবা।

সোমবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোহাগী আক্তার কায়দা এলাকার শহীদুল ইসলামের মেয়ে। তিনি সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

অপরদিকে আরিফুল ইসলাম নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পূর্ব সিয়ারচর লালখা গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্যের বরাতে জানা যায়, মোবাইলের মাধ্যমে আরিফুল ইসলামের সঙ্গে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে নকলার কায়দা এলাকায় সোহাগী আক্তারের বাড়ির রান্নাঘরে রাত যাপন করেন আরিফুল। ভোরে সোহাগীর বাবা শহিদুল ইসলাম ঘরের দরজা খুলে বাইরে বের হলে আরিফুল ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তাকে বাধা দিলে সোহাগী আক্তারকেও ছুরিকাঘাত করেন তিনি।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহীদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আরিফুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।