কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য আটক MSTV MSTV BD প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত এলাকা থেকে বিজিবির পৃথক পৃথক অভিযানে ৫২ লক্ষ ৪৩ হাজার ৭৫০ টাকার ভারতীয় শাড়িসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করেছে শশীদল বিজিবি ক্যাম্পের জোয়ানরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে শশীদল ইউনিয়নের আশাবাড়ি ও শশীদল গ্রাম থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জানা যায়, সুলতানপুর ব্যাটেলিয়ানের অধিনায়ক (৬০ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ’র নির্দেশ ও গোপন সংবাদের ভিত্তিতে, শশীদল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক কামালের নেতৃত্বে বিজিবির জোয়ানরা পৃথক পৃথক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৬৪ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি, ৩৩ হাজার ৬০০ পিস কোবরা ভাজি ও ১৫ পিস ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করেন। যার আনুমানিক সর্বমোট মূল্য ৫২ লক্ষ ৪৩ হাজার ৭৫০ টাকা। এ বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিক হাসান উল্লাহ (পিএসসি) এমএস টিভিকে জানান, সীমান্তে যেকোনো চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বদ্ধপরিকর, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। SHARES এক্সক্লুসিভ বিষয়: উদ্ধারকুমিল্লাবিজিবিভারতীয় পণ্য