শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানালে, আপনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না : আইনমন্ত্রী

MSTV MSTV

BD

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনাকে যদি নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানান, তাহলে ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশাইর আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের সাথে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা বিনিময় ও ঈদ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

 

এ সময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অঙ্গীকার করেছিলেন, বাংলাদেশের একজন লোকও গৃহহীন থাকবে না, তিনি (প্রধানমন্ত্রী) তারপর বলেছেন যাদেরকে গৃহ দিলাম তাদের যেন কর্মসংস্থান হয় সেই ব্যবস্থাও আমরা করবো ইনশাল্লাহ।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ সাহগীর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান প্রমুখ।