ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

MSTV MSTV

BD

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৩

বিশ্বের মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহায় ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বুধবার (২৮ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাতে এ তথ্যটি জানা গেছে।

 

 

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আবারও আমাদের জীবনে ফিরে এসেছে এক বছর পর। কোরবানির অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ অর্থবহ হয়ে ওঠে।

 

তিনি আরও বলেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন আমরা মানবজাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করি এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আমাদের আনন্দ ভাগাভাগি করি।