নেপলসের রাস্তায় আবারও ফিরলেন মারাদোনা — এবার ব্রোঞ্জের রূপে
এমএস ডেস্ক: ইতালির নেপলস শহর যেন আবারও সময়ের কাঁটা পিছিয়ে নিয়ে গেল ১৯৮০-এর দশকে। এক ঝলমলে দিনে রাস্তায় দেখা মিলল আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার — যদিও এবার তিনি রক্তমাংসের নয়, ব্রোঞ্জের রূপে।
শুক্রবার (৩০ অক্টোবর) আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের ৬৫তম জন্মদিনে নেপলস শহরে বিশেষ আয়োজনে প্রকাশ করা হয় মারাদোনার এক বিশালাকার ব্রোঞ্জের ভাস্কর্য। ‘গোল্ডেন বয়’ খ্যাত এই মহান খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের রাস্তায় হাজার হাজার সমর্থক অংশ নেন। অনেকেই হাতে রাখেন মারাদোনার ছবি, কেউবা পরে আসেন তার বিখ্যাত ১০ নম্বর জার্সি।
নেপলসের নাগরিকদের কাছে মারাদোনা শুধু একজন খেলোয়াড় নন — তিনি এক অনুভব, এক গর্বের নাম। ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নেপলি ক্লাবের হয়ে খেলাকালীন সময়েই তিনি দলটিকে এনে দিয়েছিলেন দুইবারের সেরি-এ শিরোপা, একটি ইতালিয়ান কাপ ও একটি উয়েফা কাপ। সেই সোনালি সময়ের স্মৃতিই যেন আবার জেগে উঠল তার জন্মদিনে।
ভাস্কর্য উন্মোচনের মুহূর্তে পুরো শহরজুড়ে বাজানো হয় ব্যান্ড মিউজিক, আকাশে উড়ানো হয় নীল-সাদা বেলুন — যা আর্জেন্টিনা ও নেপলসের ঐক্যের প্রতীক। অনুষ্ঠানে অংশ নেয় ছোট-বড় অসংখ্য ফুটবলপ্রেমী, যারা চোখে আর্দ্রতা আর কণ্ঠে একটাই নাম উচ্চারণ করছিল— “মারাদোনা, মারাদোনা!”
প্রয়াত এই ফুটবল মহাতারকা ২০২০ সালের নভেম্বরে পৃথিবী ছেড়ে চলে যান। তবে তার স্মৃতি, জাদু এবং ফুটবলের প্রতি প্রেম আজও অম্লান। নেপলসের জনগণ যেন নতুন করে জানিয়ে দিল — মারাদোনা মরে যাননি, তিনি বেঁচে আছেন প্রতিটি নেপোলিটানের হৃদয়ে। সংবাদ সূত্র: রয়টার্স
