যুক্তরাষ্ট্র–চীন বৈঠক: বাণিজ্যযুদ্ধের সমঝোতার আলোচনায় ট্রাম্প ও শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ—যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্যযুদ্ধ নিরসনে সম্ভাব্য সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শনিবার (স্থানীয় সময়) দক্ষিণ কোরিয়ার একটি সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন। আলোচনায় মূলত শুল্ক নীতি, বিরল খনিজ রপ্তানি, ফেন্টানিল নিয়ন্ত্রণ, এবং কৃষিপণ্য—বিশেষ করে সয়াবিন বাণিজ্য সংক্রান্ত ইস্যুগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকের পর সাংবাদিকদের জানান, “আমরা শি জিনপিংয়ের সঙ্গে খুবই গঠনমূলক আলোচনা করেছি। দুই দেশের মধ্যে ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতে একাধিক প্রাথমিক চুক্তিতে আমরা একমত হয়েছি।”
অন্যদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, “চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত। উভয় দেশ যদি পারস্পরিক শ্রদ্ধার নীতি মেনে চলে, তাহলে এই আলোচনা বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে পারে।”
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র–চীন সম্পর্কের এই বৈঠক শুধু দুই দেশের অর্থনীতির ভবিষ্যৎ নয়, বরং বৈশ্বিক বাণিজ্যনীতির দিক নির্দেশনাও নির্ধারণ করতে পারে।
