মির্জাপুরে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২ টাঙ্গাইলের মির্জাপুরে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১০জন। শুক্রবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। বাঁশতৈল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম হোসেন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। SHARES এক্সক্লুসিভ বিষয়: সড়ক দুর্ঘটনা