কসবায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৩০ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৬ মার্চ) রাতে কসবা পৌরসভার কালিকাপুর ও উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেন থানা পুলিশ। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পুলিশের দেয়া তথ্যের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌরসভার কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়, অপরদিকে বায়েক ইউনিয়নের কৈখলা গ্রামের খোরশেদ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, ঐ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় বলেও জানান পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কসবা পৌর এলাকার কালিকাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে বাবুল মিয়া ও নরসিংদী সদর এলাকার বিলাসদি গ্রামের মৃত ছাদীর মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (ফতু)। এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানা অফিসার ইনচার্জ আলমগীর ভূঁঞা (পিপিএম-সেবা) বলেন, মাননীয় মন্ত্রী ও মাননীয় পুলিশ সুপারের নির্দেশে উপজেলার প্রতিটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে কসবা থানা পুলিশ,সেই ধারাবাহিকতায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি। SHARES এক্সক্লুসিভ বিষয়: কসবাব্রাহ্মণবাড়িয়ামাদক উদ্ধার