৩০ লাখ টাকার নতুন মাদকসহ চট্টগ্রামে আটক ২

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

চট্টগ্রামের মহানগরীর হালিশহর এলাকা থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৬০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (নতুন মাদক) দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হালিশহরের ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা পশ্চিম বিভাগ।

গ্রেফতাররা হলেন, মো.দিদারুল আলম (৩০) ও মো.আব্দুল্লাহ আল নোমান ওরফে রানা (৩০)।

সিএমপির উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন এমএস টিভিকে বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহরের ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম ক্রিস্টাল মেথসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।