কসবার ছাত্রলীগ নেতা ট্রাক বোঝাই গাঁজা নিয়ে রাজশাহীতে র‌্যাবের হাতে ধরা

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

রাজশাহীতে গাঁজা বোঝাই ট্রাক নিয়ে র‌্যাবের হাতে ধরা কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল্লাহ সহ ৪ মাদক ব্যবসায়ী।

গেল শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মতিহার থানার বামনশিকড় এলাকা থেকে র‌্যাব-৫ এর একটি দল একটি ট্রাক তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার ও তাদের আটক করেন।

আটককৃতরা হলেন – ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রবিউল্লাহ (৩৪), চৌদ্দগ্রাম থানার আব্দুল্লাহপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলের মেহেদী হাসান সুমন (৪০), জোরারগঞ্জের কয়লাবাজার পশ্চিমসোনাই এলাকার আবুল হাশেম মিয়ার ছেলে বেলাল হোসেন (২৬),ও নওগাঁর পত্নীতলা উপজেলার পশ্চিম যদুবাটি গ্রামের মাহমুদ ইব্রাহিম মিয়ার ছেলে জাকির হোসনে (৩২)।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত জানান,একটি ট্রাকের পিছন বডিতে পোল্টি ফিডের বস্তার আড়ালে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক বহন করে রাজশাহী মহানগরী এলাকার দিকে বিক্রয়ের উদ্দেশ্যে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার ও ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও জানান, সে সময় ২৩৬ বস্তা পোল্ট্রি ফিড ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটককৃত চারজনের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়েছে।