কসবায় নিজ অফিসের মালামাল চুরির দায়ে সরকারি কর্মচারী গ্রেফতার বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাচন কমিশন অফিসের চোরাই হওয়া মালামাল উদ্ধার ও অফিস সহকারী মোহাম্মদ আলীসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ । মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কসবা পৌর এলাকার ইমামপাড়া এমএফ কম্পিউটার সেন্টারে অভিযান চালিয়ে,নির্বাচন কমিশন অফিস থেকে চুরি হওয়া ৩০টি ওয়াল্টন মনিটর,২টি মনিটরের ব্যাটারী,৪টি কন্ট্রোল ইউনিটের ব্যাটারি উদ্ধারসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলা নির্বাচন কমিশন অফিসে কর্তব্যরত অফিস সহকারি মোহাম্মদ আলী (৪৩),এমএফ কম্পিউটার সেন্টারেরপরিচালক মাহফুজুর রহমান(৪০),পিয়াস উদ্দিন শিমুল(১৫),ও মাসুদ মিয়া (২৮)। এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএস টিভিকে বলেন, চলতি বছরে গেল ২৩ জুলাই কসবা উপজেলা নির্বাচন কমিশন অফিসের ৩৯টি ওয়াল্টন মনিটর,১০টি মনিটরের ব্যাটারী,১০টি কন্ট্রোল ইউনিটের ব্যাটারি চুরি হওয়া কথা জানিয়ে উপজেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ জাসিদুল ইসলাম বাদী হয়ে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন,ওই অভিযোগের বরাতে কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক ইমরান হোসেন ছায়া তদন্ত করে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এ চোরাই হওয়া মালামাল গুলো উদ্ধার ও এ চুরির নেপথ্যে থাকা উপজেলা নির্বাচন কমিশন অফিসে কর্তব্যরত অফিস সহকারি মোহাম্মদ আলীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরি হওয়া অবশিষ্ট মালামাল গুলো উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন ওসি। SHARES অপরাধ বিষয়: কসবাগ্রেফতারনির্বাচন কমিশনব্রাহ্মণবাড়িয়াসরকারি কর্মচারী